এখানে টাঙ্গাইল উপ-অঞ্চল অফিস হইতে প্রক্রিয়ার মাধ্যমে
১। মাদকদ্রব্যের উৎপাদন ও প্রক্রিয়াকরন লাইসেন্স।
২। মাদকদ্রব্য আমদানী / মাদকদ্রব্য জাতীয় ঔষদ রপ্তানীর লাইসেন্স।
৩। মাদকদ্রব্য আমদানী / মাদকদ্রব্য জাতীয় ঔষধ রপ্তানীর ছারপত্র।
৪। মাদকদ্রব্য খুচরা বিক্রয়ের লাইসেন্স।
৫। মাদকদ্রব্য ব্যবহারের পারমিট।
৬। মাদকদ্রব্য বহন পরিবহন পাস।
৭। মদ বিক্রয়/ মদ্যপানের বার লাইসেন্স।
৮। খুচরা মদ বিক্রয়ের অফ লাইসেন্স, পৌর এলাকায় ও অন্যান্য এলাকায়।
৯। প্রিকারসর কেমিক্যাল আমদানী/ খুচরা বিক্রয়ের ও ব্যবহারের পারমিট।
১০। এ্যালকোহল উৎপাদন ( ডিস্টিলারী/ব্রিউয়ারী) লাইসেন্স।
১১। মদ্য পানের পারমিট,(বিলাতি/দেশী)।
১২। বেসরকারী মাদকাসক্তি নিরাময় ও পূর্ণবাসন কেন্দ্র স্থাপনের লাইসেন্স।
১৩। বেসরকারী সংস্থা NGO নিবন্ধন।
১৪। মাদকাুসক্তদের চিকিৎসা সেবা প্রদান।
১৫। নিরোধ শিক্ষা।
সেবা পাবার ধাপঃ
ক। বিভিন্ন মাদকদ্রব্য জাতীয় লাইসেন্স, পামিট, পাস প্রা্রপ্তির জন্য নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।
খ। আবেদন ফরম অধিদপ্তরের সকল আঞ্চলিক ও উপ আঞ্চলিক কার্যালয় হতে বিনামূল্যে সরবরাহ করা যাবে।
গ। অধিদপ্তরের Webside www.dnc.gov.bd থেকে ও ফরম সংগ্রহ ও Download করা যাবে।
ঘ। পূরনকৃত ফরম প্রধান কার্যালয় / সংশ্লিষ্ট উপ- আঞ্চলিক অফিসে দাখিল করা যাবে।
ঙ। পূরনকৃত ও দাখিলকৃত আবেদন যাচাই বাছাইয়ের পর সরেজমিন তদন্তক্রমে উপযোক্ততার ভিত্তিতে আইনের বিধান অনুসারে লাইসেন্স, পারমিট,পাস ইত্যাদি ইসু করা যাবে।
চ। আবেদন ফরমে উল্লেখিত তথ্যাবলী প্রতিপালন ও নির্ধারিত হতে লাইসেন্স ফি প্রদান করতে হবে।
ছ। সকল শর্তাবলী পূরনের পরেও মাদকদ্রব্যের চাহিদা ও প্রয়োজন বিবেচনায় লাইসেন্স, পারমিট পাস ইত্যাদি প্রদান কর্তৃপক্ষের এখতিয়ারাধীন ।
জ। বিভিন্ন প্রকার লাইসেন্স /পারমিটের জন্য বর্তমানে বলবৎ বিধি/ আইন অনুযায়ী বর্ণিত হারে ফি ট্রেজারি চালানের মাধ্যমে. ............ কোডে জমা দিয়ে চালানের কপি আবেদন ফরমের সাথে দাখিল করতে হবে। নগদ অর্থ গ্রহন করা যাবে না।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS