Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
গাঁজা ও হেরোইনসহ ডিএনসি-টাঙ্গাইল ০৩ জনকে আটক করে
Details

গত ০৭/০৪/২০২৫ তারিখ সময়- ১৩:০০ ঘটিকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, টাঙ্গাইল ‘খ’ সার্কেলের পরিদর্শক, জনাব মোঃ সিরাজুল ইসলাম এর নেতৃত্বে টাঙ্গাইল সদর থানাধীন কান্দাপাড়া চার রাস্তারমোড় স্থানে ভ্রাম্যমান আদালত চলাকালীন সময় ০৩ (তিন) জন আসামী ১) চন্দ্র রবি দাস (৩২), ২) আওয়াল মন্ডল (৩৫) ও ৩) মোঃ সোনা মিয়া (৪৩) কে গ্রেফতারপূর্বক  সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোছা: ফারহানা আরেফিন জুঁই , জনাব মোঃ রাকিব হাসান ও মোঃ সজিবুল ইসলাম শুভ  আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন। 

১। চন্দ্র রবি দাস (৩২), পিতা-নীলা রবি দাস, সাং- কান্দাপাড়া থানাঃ সদর  জেলা- টাঙ্গাইল। 

আলামত - ৫০ গ্রাম গাঁজা । 

সাজা- ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ (পঁঞ্চাশ) টাকা অর্থদণ্ড প্রদান করেন। 

২। আওয়াল মন্ডল (৩৫), পিতা- মৃত আব্দুল আজিজ মন্ডল , সাং- দক্ষিণ কলেজ পাড়া, থানা: সদর, জেলা: টাঙ্গাইল। 

আলামত-- ০.৫০ গ্রাম হেরোইন।

সাজা- ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ (পঁঞ্চাশ) টাকা অর্থদণ্ড প্রদান করেন।

৩। মোঃ সোনা মিয়া (৪৩), পিতা- মৃত রমন মিয়া, সাং-দাসের লোকিয়া , থানা- সদর, জেলা-টাঙ্গাইল। 

আলামত- ৫০ গ্রাম গাঁজা।

সাজা- ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ (পঁঞ্চাশ) টাকা অর্থদণ্ড প্রদান করেন।

Images
Attachments
Publish Date
09/04/2025
Archieve Date
09/05/2025