Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
গাঁজা ও ইয়াবা ট্যাবলেটসহ ডিএনসি-টাঙ্গাইল ০৩টি আটক করে
Details

গত ০৯/০৪/২০২৫ ইং তারিখ, সময়ঃ ১৩:৪০ ঘটিকায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, টাঙ্গাইল ‘ক’ সার্কেলের পরিদর্শক, জনাব মোঃ আনোয়ারুল হাবিব এর সার্বিক তত্ত্বাবধানে একটি প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক, জনাব মো: রহমত আলী এর নেতৃত্বে একটি রেইডিং পার্টি নিয়ে সদর থানাধীন কান্দাপাড়া চার রাস্থার মোড় স্থানে ভ্রাম্যমান আদালত চলাকালীন ০৩ (তিন) জন আসামী ১) তপু দে (২৭), ২) সোহেল রানা (৩৮) ও ৩) মো: সালমান (২৭)কে গ্রেফতারপূর্বক সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মো: সজিবুল ইসলাম শুভ, মো: রাকিব হাসান ও পংকজ শর্মা আসামীদেরকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন। 

১। তপু দে (২৭), পিতা- বিমল দে, সাং-আদালতপাড়া, থানাঃ সদর, জেলা- টাঙ্গাইল। 

আলামত - ইয়াবা ট্যাবলেট ০২ পিস।

সাজা- ০৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। 


২। সোহেল রানা (৩৮), পিতা- মৃত-খোরশেদ আলী, সাং-দেওলা,থানা: সদর, জেলা: টাঙ্গাইল। 

আলামত- ২০ গ্রাম গাঁজা

সাজা- ০৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।


৩। মো: সালমান (২৭), পিতা- মৃত- আবু সাঈদ, সাং-দাইন্যা,থানা: সদর, জেলা: টাঙ্গাইল। 

আলামত- ২০ গ্রাম গাঁজা, 

সাজা- ০৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

Images
Attachments
Publish Date
17/04/2025
Archieve Date
17/05/2025