২৪/০৩/২০২৫ ইং তারিখ সময়-১২:৩০ ঘটিকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, টাঙ্গাইল “ক” সার্কেলের পরিদর্শক, জনাব মোঃ আনোয়ারুল হাবিব এর নেতৃত্বে টাঙ্গাইল জেলার মির্জাপুর থানাধীন গুড়াই গন্ধব্যপাড়া স্থানে ভ্রাম্যমান আদালত চলাকালীন ০৩ (তিন) জন আসামী ১) মোঃ পাপ্পু হোসেন (২৭), ২) মো: শাকিল ভূঁইয়া (৪৫) ও ৩) শ্রী বান্টু বাসফোর (৩৬) কে গ্রেফতারপূর্বক সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মাসুদুর রহমান, আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন।
১। মোঃ পাপ্পু হোসেন (২৭), পিতা-আব্দুল কাদের, সাং- গোড়াই খামারপাড়া, থানাঃ মির্জাপুর, জেলা- টাঙ্গাইল। আলামত - ৫০ গ্রাম গাঁজা। ০৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ (একশত) টাকা অর্থদণ্ড প্রদান করেন।
২। মো: শাকিল ভূঁইয়া (৪৫), পিতা-মৃত.ইসমাইল হোসেন , সাং-গোড়াই গন্ধব্যপাড়া, থানা: মির্জাপুর, জেলা: টাঙ্গাইল। আলামত- ১৫০ গ্রাম গাঁজা, ০৪ (চার) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ (দুইশত) টাকা অর্থদণ্ড প্রদান করেন।
৩। শ্রী বান্টু বাসফোর (৩৬), পিতা-বাবুল বাসফোর, সাং-গোড়াই গন্ধব্যপাড়া, থানা: মির্জাপুর, জেলা-টাঙ্গাইল। আলামত-৫০ গ্রাম গাঁজা, ১৫ (পনের) দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ (দুইশত) টাকা অর্থদণ্ড প্রদান করেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS