গত ০৭/০৪/২০২৫ তারিখ সময়-০৭:৩০ ঘটিকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, টাঙ্গাইল ‘ক’ সার্কেলের পরিদর্শক, জনাব মোঃ আনোয়ারুল হাবিব এর নেতৃত্বে সখিপুর থানাধীন কালিদাস পানাউল্লাপাড়া স্থানে ভ্রাম্যমান আদালত চলাকালীন ০২ জন আসামী ১) মো: ইমন হাসান (২৩) ও ২) মো: কুরবান আলী (৪৫) কে গ্রেফতারপূর্বক সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন।
১। মো: ইমন হাসান (২৩), পিতা: মো: নাসির উদ্দিন, সাং-কালিদাস পানাউল্লাপাড়া, থানা: সখিপুর, জেলা- টাঙ্গাইল।
আলামত- গাঁজা ৩০ (ত্রিশ) গ্রাম।
সাজা- ০৪(চার) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ (দুইশত) টাকা অর্থদণ্ড প্রদান করেন,
২। মো: কুরবান আলী (৪৫), পিতা: মো: বাছির উদ্দিন, সাং- বাহুরিয়া চতলবাইদ, থানা: সখিপুর, জেলা- টাঙ্গাইল।
আলামত- গাঁজা ৩০ (ত্রিশ) গ্রাম।
সাজা- ০১(এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০০ (এক হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS