শিরোনাম
হেরোইন ও চোলাইমদসহ ডিএনসি টাঙ্গাইল-০৩ জনকে আটক করে
বিস্তারিত
গত ১৮/০৬/২৫ ইং তারিখ সময়- ১৪:০০ ঘটিকা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, টাঙ্গাইল “ক” কর্তৃক টাঙ্গাইল সদর থানাধীন কান্দাপাড়া চার রাস্তার মোড়ে ০৪ (চার) জন মাদকব্যবসায়ী ও সেবনকারীকে হেরোইন, ইয়াবা ও চোলাইমদ সেবনরত অবস্থায় গ্রেফতার করা হয়। ১ নং আসামী মোঃ আমিনুল ইসলাম (৩২) এর নিকট হতে হেরোইন-০.৫০ গ্রাম, ২ নং আসামী মোঃ তালাশ খান (৪২) এর নিকট হতে ইয়াবা ট্যাবলেট-০১পিস, ৩ নং আসামী মোঃ গিয়াস উদ্দিন (৩৫) নিকট হতে চোলাই মদ- ২৫০ মি.লি. এবং ৪ নং আসামী মোঃ বাবু (৩১) এর নিকট হতে হেরোইন-০.৫০ গ্রাম উদ্ধার করা হয়। অতঃপর বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যেক আসামীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করেন এবং আসামীদের জেলহাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।
১। মোঃ আমিনুল ইসলাম (৩২), পিতা- মৃত. শুকুর আলী
২। মোঃ তালাশ খান (৪২), পিতা- মোহাম্মদ আলী খান
৩। মোঃ গিয়াস উদ্দিন (৩৫), পিতা- মোঃ বিল্লাল
৪। মোঃ বাবু (৩১), পিতা- মৃত. শাহাদাত হোসেন