Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
চোলাইমদ ও জাওয়াসহ ডিএনসি-টাঙ্গাইল ০২ জন আটক করে
বিস্তারিত

গত 22/04/2025 ইং তারিখ জনাব মোঃ নাজমুল হাসান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, গোপালপুর, টাঙ্গাইল এর উপস্থিতিতে যৌথ বাহিনীর কমান্ডার ক্যাপ্টেন শাহরিয়ার আসফাক, ৩৭ আর্মি এডি রেজিঃ, পুলিশ কর্মকর্তা এসআই (নিঃ) মোঃ বজলুর রহমান এর সহযোগিতায় এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, টাঙ্গাইল  ''খ'' সার্কেলের পরিদর্শক, জনাব মোঃ সিরাজুল ইসলাম এর সমন্বয়ে ঘঠিত যৌথ অভিযান পরিচালনা করে টাঙ্গাইল জেলার গোপালপুর থানাধীন নলিন বাজারস্থ আসামী ১) মানিক বাসফোড় (৩০)*পলাতক * ২) অপূর্ব বাসফোড় (২৫) (গ্রেফতার) ও ৩) মোঃ আনোয়ার হোসেন (৫৫) (গ্রেফতার) কে ২০ (বিশ) লিটার চোলাই মদ ও চোলাই মদ তৈরির উপকরণ ১০,০০০ (দশ হাজার) লিটার ওয়াশ বা জাওয়া এবং মাদক বিক্রিত নগদ বাংলাদেশী বিভিন্ন মানের নোট এ সর্বমোট ৩,৫৫,৩৫০/- (তিন লক্ষ পঞ্চান্ন হাজার তিনশত পঞ্চাশ) টাকা উদ্ধার ও জব্দ সহকারে পরিদর্শক, জনাব মোঃ সিরাজুল ইসলাম বাদী হয়ে গোপালপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

গোপালপুর থানার মামলা নং-০৬, তারিখ: ২৩/০৪/২০২৫

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
23/04/2025
আর্কাইভ তারিখ
23/05/2025